Increase Lakshmi Bhandar scheme 2025. রাজ্যের মহিলাদের জন্য সুখবর। মমতা সরকার লক্ষ্মী ভান্ডারের টাকা ২০০০ হাজার করতে চলেছে।

By wbnews18.com

Updated On:

Follow Us
Increase Lakshmi Bhandar scheme 2025

Increase Lakshmi Bhandar scheme 2025 : রাজ্যের ডেপ্লপমেন্ট সফল বা চরিতার্থ তখন হয়, যখন সেই রাজ্যর মানুষের মুখে তৃপ্তটার হাসি ফোটে।

আর সেই হাসি দিগুণ করার জন্য মমতা সরকার লক্ষ্মী ভান্ডারের মতো একটি স্কিম উপহার দিয়েছে রাজ্যের মহিলাদের কে । এই স্কিম ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করা হয়েছিল, আর এই স্কিম কেবল রাজ্য নয় পুরো ভারতবর্ষের কাছে দৃষ্টান্তমূলক স্কিম। আর এই রাজ্যের প্রতিটি ঘরে মহিলা দের মুখে লক্ষ্মী ভান্ডারের নাম।

প্রতি মাসে ১০০০বা ১২০০ শুধু এটা টাকার অঙ্ক নয় রাজ্যের মহিলাদের কাছে , কিছু মাত্রায় রাজ্যের মহিলারা মানসিক দিক দিয়ে সন্তুষ্ট, এই নজির গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রকল্পের আসল সাফল্য তখনই নির্ভর করে যখন তা মানুষের জীবনে অনেকখানি প্রভাব ফেলে। আর লক্ষ্মীর ভান্ডার শুধু রাজনৈতিক প্রতিস্রুতি ছিলনা বরং এটি রাজ্যের মহিলাদের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে।

মহিলাদের অগ্রগতিতে পদার্পণ : Increase Lakshmi Bhandar scheme 2025.

এটি শুধু মাত্র ( লক্ষ্মী ভান্ডার) সরকারী অর্থ সাহায্য নয়। লক্ষ্মী ভান্ডার ২৫ থেকে ৬০ এর বয়সী মহিলা দের মধ্যে জীবনযাত্রা তে প্রভাব ফেলার জন্য শুরু করা হয়।

রাজ্যে তপসিলি জাতির মহিলারা ১২০০ টাকা পেয়ে থাকেন প্রতি মাসে ও উপজাতির মহিলারা ১০০০ টাকা পেয়ে থাকেন প্রতি মাসে।

ব্যালট বক্স এ লক্ষ্মী ভান্ডারের প্রভাব :

Increase Lakshmi Bhandar scheme 2025. ২০২১ সালে স্টেট ব্যাংক এর এক প্রতিবেদনে জানা যায়, রাজ্যের প্রায় ২৯ লক্ষের ও বেশি মহিলা ভোট দিয়েছেন যারা কিনা ২০১৬ এর নির্বাচনে ভোটে অংশগ্রহন করেননি। এত বড় পরিবর্তনের কারণ হিসাবে ধরে নেওয়া যেতে পারে লক্ষ্মী ভান্ডার মহিলাদেরকে ভোটে অংশগ্রহন করতে অনুপ্রানিত করেছে।

অর্থ নিরাপত্তার কারণে গ্রাম ও শহরের মহিলারা ভোট দিতে অনুপ্রানিত হয়েছিল। আর সেই বিশ্বাস তাদের মনে এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়।

৬০ বছর হলে কোন ভাতা ?

রাজ্যের যে মহিলারা এখন লক্ষ্মীর ভান্ডার স্কিমের আওতায় আছেন তাদের যখন ৬০ এর উর্ধে বয়স হবে তখন উনি বৃদ্ধ ভাতা পাবেন । সমগ্র ভাবে আর্থিক সুরক্ষা বলয়ের মধ্যে এই রাজ্যের মহিলারা।

আরও পড়ুন- সরকার দেবে ১০০০০ টাকা । ভারত সরকারের নতুন প্রকল্প ।

নতুন বছরের (২০২৫) পরিকল্পনা : Increase Lakshmi Bhandar scheme 2025.

অনেক দিন ধরেই রাজনৈতিক মহলে কল্পনা-জল্পনা চলছে লক্ষ্মী ভান্ডার এর টাকা বাড়তে পারে ১২০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা তবে এখনো রাজ্য সরকারের তরফে কোনো সরকারী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।

তবে এই সিদ্ধান্ত যদি বাস্তবে রুপান্তরিত হয় তবে রাজ্যের মহিলাদের আবারো একটা বড়ো জয় হতে পারে। পলিটিক্যেল স্টেজে অনেক কিছুই দেবার আশ্বাস দেওয়া হয় জনগনকে কিন্তু বাস্তবে রূপান্তর করাটা বড়োই কঠিন । সে ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার বাস্তবায়ীত করেছে বর্তমান সরকার।

রাজ্যের মহিলাদের অর্থনৈতিক সচ্ছন্দ সুদৃঢ় করার পথে এটি একটি সাহায্যকারী প্রকল্প তবে নতুন বছরে নতুন কিছু পরিকল্পনা কিছু সম্ভাপনা থাকতে পারে সরকারের। আর সেই আশায় আমাদের রাজ্যের মহিলারা ।

টাকা কতটা বাড়বে ? How Much Increase Lakshmi Bhandar scheme 2025 ?

বর্তমান রাজ্যের তপসিলি মহিলারা ১২০০ টাকা পান প্রতি মাসে এবং অনান্য মহিলারা ১০০০ টাকা পান প্রতি মাসে , বিশেষজ্ঞদের মতে সেই পরিমান বেড়ে হতে পারে ২০০০ ও ১৫০০ টাকা ।

কবে বাড়বে টাকা?

সরকারী ভাবে এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি , তবে বিশেষজ্ঞদের মতে বর্তমান বছরের রাজ্য বাজেট অথবা আগামী বিধানসভা নির্বাচনের আগে বাড়ার সম্ভবনা রয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা।

লক্ষ্মী ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে ক্লিক করুন

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment