Bank Of Baroda SO Recruitment 2025. ব্যাংক অফ বরোদায় কর্মী নিয়োগ। আবেদন করবেন কি ভাবে ?

By wbnews18.com

Published On:

Follow Us
Bank Of Baroda SO Recruitment 2025

Bank Of Baroda SO Recruitment 2025: চাকরি প্রার্থীদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে ব্যাংকে কাজ করতে । কেননা এই কাজে আলাদা করে একটা সম্মান পাওয়া যায় । আর সেই সম্মান পায় যারা ব্যাংক এ কাজ করেন। আজকের এই প্রতিবেন সেই সব চাকরি প্রার্থীদের জন্য যারা বাঙ্কে কাজ খুজছেন ।

ব্যাংক অফ বরোদা ২০২৫-২৬ এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাসিত করেছে। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা কি ভাবে আবেদন জানাবেন, মাসিক বেতন কত, শিক্ষাগত যোগ্যতা , বয়স সীমা ও ইত্যাদি জানতে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বিস্তারিত পড়ুন ।

নিয়োগকারী সংস্থা :

ব্যাংক অফ বরোদা

পদের নাম : Bank Of Baroda SO Recruitment 2025

বিজনেস করেসপন্ডেন্ট কোঅর্ডিনেটর (Business Correspondent Coordinator)

গুরুত্বপূর্ণ তারিখ :

সকল আগ্রহী প্রার্থীদের ১৯/০৩/২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

বয়সসীমা:

ব্যাংক অফ বরোদাতে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থকে ৪৫ বছর বয়সের মধ্যে। বয়সসীমা সম্পর্কিত আরো জানতে নিয়োগ বিজ্ঞপ্তি পড়ুন।

শিক্ষাগত যোগ্যতা : Bank Of Baroda SO Recruitment 2025

Business Correspondent Coordinator পদের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে এবং সঙ্গে কপিউটারের জ্ঞান থাকতে হবে।

আরও পড়ুন – সম্পূর্ণ বিনামুল্যে প্যান কার্ড, আবেদন করুন অনলাইনে। নতুন ২.০ প্যান কার্ড অর্ডার ২০২৫।

কর্ম অভিজ্ঞতা :

পূর্বে যদি কোনো ব্যাংকের কাজের অভিজ্ঞতা না থাকে তাহলেও প্রারথিরা আবেদন জানাতে পারবেন এই বিজনেস করেসপন্ডেন্ট কোঅর্ডিনেটর পদের জন্য।

নিয়োগ পক্রিয়া : Bank Of Baroda SO Recruitment 2025

চাকরি প্রার্থীদের মুলত দুটি ধাপে নির্বাচন করা হবে।

প্রথমত প্রার্থীদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যাচাই করে অর্থাৎ প্রার্থীদের বয়স ও সঙ্গে শিক্ষাগত যোগ্যতার নথি দিয়ে। প্রথম ধাপের যোগ্য প্রার্থীদের দ্বিতীয় ধাপে ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে অর্থাৎ প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নির্দিষ্ট পদের নিয়োগ করা হবে ।

বেতন কাঠামো : Bank Of Baroda SO Recruitment 2025

বিজনেস করেসপন্ডেন্ট কোঅর্ডিনেটর (Business Correspondent Coordinator) যে সকল প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের মাসিক বেতন দেওয়া হবে ২৫,০০০ টাকা।

আবেদন পক্রিয়া : Bank Of Baroda SO Recruitment 2025

যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের প্রথমে ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করতে হবে

আবেদন পত্র ডাউনলোড করার পর সম্পূর্ণ সঠিক ভাবে নিজের তথ্য দিয়ে পূরন করতে হবে।

পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে একটি খামে উপর “Application for the post of ‘Business Correspondent Coordinator’” লিখে সেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা পাওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।

আবেদন ফি :

বিজনেস করেসপন্ডেন্ট কোঅর্ডিনেটর এই পদে আবেদন জানানোর জন্য কোনো আবেদন ফি নেই।

গুরুত্বপূর্ণ কিছু কথা :

আগ্রহী প্রার্থীরা প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি ভালভাবে পড়ে ও বুঝে তারপর আবেদন জানাবেন। আবেদন জানানোর সময় প্রয়োজনীয় নথি পত্র সঙ্গে রাখবেন। আবেদন পত্রটি নিজের সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন ।

গুরুত্বপূর্ণ লিংক :

সমস্ত চাকরির ও সরকারী প্রকল্পের খবরের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

Leave a Comment