Bank Of India Recruitment 2025. ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস পদে প্রচুর কর্মী নিয়োগ করছে । আজই আবেদন করুন।

By wbnews18.com

Updated On:

Follow Us
Bank Of India Recruitment 2025

Bank Of India Recruitment 2025: রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে অনেক বড় সুযোগ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের অ্যাপ্রেন্টিস পদে প্রচুর কর্মী নিয়োগ করছে । এই পদের জন্য সারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে যে কোনও চাকরি প্রার্থী আবেদন জানাতে পারবেন।

ব্যাংক অফ ইন্ডিয়া তাদের অ্যাপ্রেন্টিস পদে আবেদন জানাতে কি কি নথিপত্র লাগবে? শিক্ষাগত যোগ্যতা কি? কোথায় আবেদন জানাবেন? মাসিক বেতন কত? কত গুলো শুন্যপদ এই সব কিছু আলোচনা করা হয়েছে বিস্তারিত ভাবে , আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে আবেদন জানাতে পারবেন।

নিয়োগকারী সংস্থা : Bank Of India Recruitment 2025

ব্যাংক অফ ইন্ডিয়া (BOI)

পদের নাম :

অ্যাপ্রেন্টিস (Apprentice)

শুন্যপদ :

মোট শুন্যপদ ৪০০টি

গুরুত্বপূর্ণ তারিখ : Bank Of India Recruitment 2025

আবেদন শুরু১ মার্চ ২০২৫
আবেদন শেষ১৫ মার্চ ২০২৫

বেতন কাঠামো :

যে চাকরি প্রার্থীদের অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগ করা হবে তাদের ১২,০০০ টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। ব্যাংক অফ ইন্ডিয়া (BOI) এর পলিসি অনুযায়ী এই স্টাইপেন্ড নির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা : Bank Of India Recruitment 2025

অ্যাপ্রেন্টিস (Apprentice) পদের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। চাকরি প্রার্থীরা যে কোনো বিষয়ে স্নাতক হলে আবেদন জানাতে পারবেন। নির্দিষ্ট কোনও বিষয়ের আবশ্যকতা নেই এই অ্যাপ্রেন্টিস (Apprentice) পদের জন্য।

  • উল্লেখ্য উচ্চ শিক্ষিতরাও এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন – অ্যামাজন ই-কমার্সে জব। সারা ভারত বর্ষ থেকে আবেদন করা যাবে।

বয়স সীমা :

চাকরি প্রার্থীদের ০১/০২/২০২৫ তারিখের নিরিখে নুন্যতম বয়স ২০ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে হবে।

বয়সের ছাড় :

সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা বয়সের ছাড় পাবে সরকারী নিয়ম অনুযায়ী

SC/ST ০১/০২/২০২৫ তারিখের নিরিখে প্রার্থীদের ৫ বছরের ছাড় পাওয়া যাবে।

OBC ০১/০২/২০২৫ তারিখের নিরিখে প্রার্থীদের ৩ বছরের ছাড় পাওয়া যাবে।

PwD (প্রতিবন্ধী প্রার্থী) ০১/০২/২০২৫ তারিখের নিরিখে প্রার্থীদের ১০ বছরের ছাড় পাওয়া যাবে।

নিয়োগ প্রক্রিয়া : Bank Of India Recruitment 2025

চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা হবে ও পরে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

লিখিত পরীক্ষা যে যে বিষয়ে হবে নিচে দেওয়া টেবিলটি দেখুন

বিষয়প্রশ্ন সংখ্যাপূর্ণমান
কম্পিউটার জ্ঞান২৫২৫
সাধারণ ইংরেজি২৫২৫
গাণিতিক ও যৌক্তিক দক্ষতা২৫২৫
সাধারণ/আর্থিক সচেতনতা২৫২৫
মোট১০০১০০

প্রার্থীদের পরীক্ষার সময় সীমা ৬০ মিনিটের হবে এবং যদি কোনো উত্তর ভুল হয় তারজন্য ০.২৫ নম্বর কাটা হবে। প্রার্থীদের হিন্দি ও ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে হবে।

লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে । ইন্টারভিউতে যোগ্যতা অর্জন করলে প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

আবেদন ফি :

প্রার্থীদের আবেদন ফি অনলাইনে জমা করতে হবে

ক্যাটাগরিআবেদন ফি
General/OBC/EWS
₹৮০০/-
SC/ST/মহিলা প্রার্থী₹৬০০/-
PwD (প্রতিবন্ধী প্রার্থী)₹৬০০/-

আবেদন পক্রিয়া : Bank Of India Recruitment 2025

ইচ্ছুক চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে নিজের সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে ।

গুরুত্বপূর্ণ কিছু কথা :

আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ে ও বুঝে আবেদন জানাবেন। আবেদন জানানোর সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখবেন । আবেদন ফর্ম পূরণ করবেন নিজের সঠিক তথ্য দিয়ে।

গুরুত্বপূর্ণ লিংক :

নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন।

অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে ক্লিক করুন।

সমস্ত চাকরির ও সরকারী প্রকল্পের খবরের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

Leave a Comment