District Court Recruitment 2025: রাজ্যের এমন অনেক চাকরি প্রার্থী আছে যাদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সরকারী চাকরি খুজছেন । তাদের জন্য এটি একটি বিশাল খুশির খবর। ধেমাজি জেলা আদালতের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এক্ষেত্রে উচ্চ শিক্ষিত চাকরি প্রার্থীরা ও আবেদন জানাতে পারবে ।
ধেমাজি জেলা দায়রা জর্জ কার্যালয়ে কিভাবে আবেদন জানাবেন? আবেদন জানাতে কি কি ডকুমেন্ট প্রয়োজন ? মাসিক বেতন কাঠামো কত? নিয়োগ পক্রিয়া ও ইত্যাদি জানতে সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন এই প্রতিবেদন।
নিয়োগকারী : District Court Recruitment 2025
ধেমাজি জিলা ন্যায়পালিকা
পদের নাম :
পিয়ন
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদনের শেষ তারিখ ১৩ই মার্চ ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত।
মাসিক বেতন কাঠামো :
যে সকল চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের নুন্যতম মাসিক বেতন ১২,০০০ টাকা থেকে ৫২,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা : District Court Recruitment 2025
ধেমাজি জিলা ন্যায়পালিকা তে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাবেন তাদেরকে নুন্যতম যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাস করেতে হবে । উচ্চ শিক্ষিতরা ও আবেদন জানাতে পারবেন এই কাজের জন্য।
বয়স সীমা ও বয়সের ছাড় :
ধেমাজি জিলা ন্যায়পালিকা তে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাবেন তাদের ০১/০১/২০২৫ তারিখের হিসাবে নুন্যতম বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর।
বয়সের ছাড়
- SC/ST প্রার্থীদের বয়সের ছাড় পাওয়া যাবে ৫ বছর অর্থাৎ SC/ST প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে ০১/০১/২০২৫ তারিখের হিসাবে।
- OBC প্রার্থীদের বয়সের ছাড় পাওয়া যাবে ৩ বছর অর্থাৎ OBC প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪৩ বছর হতে হবে ০১/০১/২০২৫ তারিখের হিসাবে।
- PwBD প্রার্থীদের বয়সের ছাড় পাওয়া যাবে ১০ বছর অর্থাৎPwBD প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৫০ বছর হতে হবে ০১/০১/২০২৫ তারিখের হিসাবে।
প্রয়োজনীয় নথিপত্র : District Court Recruitment 2025
- বয়সের প্রমানপত্র
- শিক্ষার প্রমানপত্র
- জাতিগত প্রমানপত্র ( যদি থাকে)
- ২ রঙিন পাসফোর্ট ফটো ( সাম্প্রতিক কালের তোলা)
- ঠিকানার প্রমানপত্র
আরো পড়ুন – রাজ্যের মহিলাদের জন্য সুখবর। মমতা সরকার লক্ষ্মী ভান্ডারের টাকা ২০০০ হাজার করতে চলেছে।
আবেদন প্রক্রিয়া : District Court Recruitment 2025
ধেমাজি জিলা ন্যায়পালিকা তে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাবেন , তাদেরকে আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন জানানোর জন্য প্রথমে ধেমাজি জিলা ন্যায়পালিকার অফিসিয়াল ওয়েবসাইটে dhemaji.dcourts.gov.in গিয়ে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। এরপর A4 সাইজের কাগজে ফর্মটি প্রিন্ট করতে হবে। তারপর আবেদনের ফর্মটি যত্ন সহকারে নিজের সমস্ত তথ্য পূরণ করতে হবে নির্ভুল ভাবে ও প্রয়োজনীয় নথি গুলি জেরক্স করে একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To the District & sessions judge, Dhemaji PIn- 787057
নিয়োগ পক্রিয়া : District Court Recruitment 2025
চাকরি প্রার্থীদের প্রথমে মৌখিক পরীক্ষা হবে এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীদের ।
গুরুত্বপূর্ণ কিছু কথা: District Court Recruitment 2025
যে সকল ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদন জানাবেন তারা প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ে ও বুঝে আবেদন জানাবেন। আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন।
আবেদন পত্র ডাউনলোড করতে ক্লিক করুন।
সমস্ত চাকরির ও সরকারী প্রকল্পের খবরের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে।