DRDO GTRE Apprentice Trainees Recruitment 2025। আপনি কি BTech, ডিপ্লোমা বা ITI পাশ করে ভবিষ্যতের জন্য সরকারি চাকরির খোঁজে আছেন?

By wbnews18.com

Published On:

Follow Us
DRDO GTRE Apprentice Trainees Recruitment 2025

DRDO GTRE Apprentice Trainees Recruitment 2025: DRDO-র অধীনস্থ গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট (GTRE) ২০২৫ সালের জন্য অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫০টি শূন্যপদে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও ITI পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনি যদি সরকারী সংস্থায় প্রযুক্তি ও গবেষণার পরিবেশে কাজ করতে চান, তাহলে এই সুযোগ মিস করবেন না।

গুরুত্বপূর্ণ তারিখ:

ঘটনাতারিখ
আবেদন শুরুর তারিখ৯ এপ্রিল ২০২৫
আবেদনের শেষ তারিখ৮ মে ২০২৫
শর্টলিস্ট প্রকাশ (সম্ভাব্য)২৩ মে ২০২৫
ইন্টারভিউ বা যোগদান সংক্রান্ত আলোচনা১৩ জুন ২০২৫

আরও পড়ুন- পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে ৪০০টি শুন্যপদে কর্মী নিয়োগ।

শূন্যপদের বিবরণ:

পদের নামপদসংখ্যা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি৭৫ জন
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি (নন ইঞ্জিনিয়ারিং)৩০ জন
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি২০ জন
আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনি২৫ জন
মোট১৫০ জন

শিক্ষাগত যোগ্যতা: DRDO GTRE Apprentice Trainees Recruitment 2025

প্রার্থীদের নিম্নলিখিত যেকোনো একটি যোগ্যতা থাকতে হবে

  • BE বা BTech
  • BCom, BSc, BA, BCA বা BBA
  • ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা
  • আইটিআই (ন্যাশনাল কাউন্সিল বা স্টেট কাউন্সিল স্বীকৃত)

আরও পড়ুন- রাজকোট নাগরিক সহকারী ব্যাঙ্ক (RNSB) জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ। অনলাইনে আবেদন করুন ১৫ এপ্রিলের মধ্যে।

স্টাইপেন্ড:

ক্যাটাগরিমাসিক ভাতা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং ও নন-ইঞ্জিনিয়ারিং)৯০০০ টাকা
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস৮০০০ টাকা
আইটিআই অ্যাপ্রেন্টিস৭০০০ টাকা

বয়সসীমা: DRDO GTRE Apprentice Trainees Recruitment 2025

  • সর্বনিম্ন বয়স: ১৮ বছর
  • সর্বোচ্চ বয়স: ২৭ বছর
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় প্রযোজ্য

আরও পড়ুন- ESIC স্পেশালিস্ট গ্রেড II পদে মোট ৫৫৮টি শূন্যপদে নিয়োগ।

কীভাবে আবেদন করবেন:

  • আবেদন করতে হবে অনলাইনে
  • DRDO GTRE-এর অফিসিয়াল ওয়েবসাইট: www.drdo.gov.in

গুরুত্বপূর্ণ কিছু কথা :

DRDO GTRE Apprentice Trainees Recruitment 2025-এ আগ্রহী প্রার্থীরা প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি অথবা সরকারী প্রকল্প সমন্ধে প্রতিবেদনে দেওয়া যেকোনো তথ্য ভালভাবে পড়ে ও বুঝে তারপর আবেদন অথবা রেজিস্ট্রেসান করবেন । আবেদন অথবা রেজিস্ট্রেসান করার সময় প্রয়োজনীয় নথি পত্র সঙ্গে রাখবেন। আবেদন অথবা রেজিস্ট্রেসান পত্রটি নিজের সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন ।

এটি সাধারন এবং গুরুত্বপূর্ণ কথা, এই প্রতিবেনটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে ভাল হয়, হয়তো কারোর জীবনে অনেক উপকার হতে পারে এই প্রতিবেন থেকে। তাই শেয়ার করার অনুরোধ রইল।

আরও পড়ুন- ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ পদে মোট ১৮২ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন করুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official Website : Click Here

Official Notification For DRDO GTRE Apprentice Trainees Recruitment 2025 Notification: Click Here

Apply Online DRDO GTRE Recruitment 2025: Click Here

Leave a Comment