How To Get A New PAN 2.0 Card. সম্পূর্ণ বিনামুল্যে প্যান কার্ড, আবেদন করুন অনলাইনে। নতুন ২.০ প্যান কার্ড অর্ডার ২০২৫।

By wbnews18.com

Updated On:

Follow Us
How To Get A New PAN 2.0 Card

How To Get A New PAN 2.0 Card: প্যান কার্ড এখন কয়েক মিনিটে বানিয়ে নিতে পারেন নিজের মোবাইল থেকে তাও আবার বিনামুল্যে । সেন্ট্রাল গভমেন্ট ফ্রিতে দিচ্ছে এই সুযোগ পুরো দেশবাসীকে, হাত ছাড়া করবেন না এই সুযোগ । নতুন ২.০ প্যান কার্ড অত্যাধুনিক টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে, যেটা আরও বেশি সুরক্ষিত আগের প্যান কার্ডের তুলনায়, এটি সম্পন্ন হয়েছে সেন্ট্রাল গভমেন্ট এর উদ্যোগে। ২৫ শে নভেম্বর ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এক মন্ত্রিসভায় এই প্রকল্পটি অনুমদোন পেয়েছে।

প্যান কার্ড ২.০বৈশিষ্ট গুলো হলো : How To Get A New PAN 2.0 Card.

  • পুরোনো প্যান কার্ড ও নতুন ২.০ প্যান কার্ড এর নম্বর একই থাকবে ।
  • ২.০ প্যান কার্ডের জন্য আলাদা কোনো খরচ নেই।
  • অত্যাধুনিক টেকনোলজি ও QR কোড থাকবে যা বেশি সুরক্ষা দেব।
  • এই কার্ড পেতে বেশি সময় লাগবে না , সঙ্গে সঙ্গে রেজিস্টার ইমেইলে পাওয়া যাবে।

How To Get A New PAN 2.0 Card

একদম সহজ পদ্ধতিতে আবেদন করা যাবে অনলাইনে মোবাইল দিয়ে, পক্রিয়াটি সম্পন্ন করতে নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করতে হবে।

স্টেপ ১ : প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে UTIITSL বা NSDL ।

স্টেপ ২ : ওয়েবসাইটে গিয়ে নিজস্ব তথ্য পূরণ করতে হবে যেমন,

  • প্যান কার্ড নম্বর
  • আধার কার্ড নম্বর
  • জন্মের তারিখ
  • মোবাইল নম্বর
  • ইমেইল আইডি

অতি সাবধানে পূরণ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।

আরও পড়ুন- অ্যামাজন ই-কমার্সে জব। সারা ভারত বর্ষ থেকে আবেদন করা যাবে।

স্টেপ ৩ : সাবমিট করার আগে সব তথ্য ভাল করে যাচাই করতে হবে এবং তারপর সাবমিট করতে হবে।

স্টেপ ৪ : প্যান কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত আছে ওই নম্বরে OTP আসবে , সেই OTP সাবধানতার সঙ্গে টাইপ করতে হবে।

স্টেপ.৫ :How To Get A New PAN 2.0 Card . অনলাইনে আবেদন প্রক্রিয়া সুসম্পন্ন হলে ৩০ মিনিটের মধ্যে প্যান কার্ড ২.০ পাওয়া যাবে রেজিস্টার ইমেইল এ।

উল্লেখ্য কিছু কথা : How To Get A New PAN 2.0 Card.

মনে রাখবেন আবেদন করার সময় কোনো কিছু অসুবিধার সম্মুখিন হলে কাস্টমার কেয়ারে সম্পর্ক করতে হবে।

রেজিস্টার ইমেইল চেক করতে হবে , কেননা ২.০ প্যান কার্ড ইমেইল দ্বারা প্রাপ্ত হবে তারজন্য।

২.০ প্যান কার্ড প্রাপ্ত হলে সেই কার্ডে থাকা QR Code কে স্ক্যান করে সঠিক কিনা তা যাচাই করতে হবে।

ভারত দেশের অর্থনৈতিক সুরক্ষাকে আরো উন্নত করতে এই ২.০ প্যান কার্ড অনেক সাহায্য করবে, সাধারন মানুষের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে এই কার্ডের সাহায্যে।

আবেদন জানাতে অফিসিয়াল ওয়েবসাইট : How To Apply Pan Card 2.0 Online 2025

NSDL : Click Here

UTIITSL: Click Here

কাস্টমার কেয়ার নম্বর : +91 33 40802999, 033 40802999

সমস্ত চাকরির ও সরকারী প্রকল্পের খবরের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment