ICDS Recruitment WB2025 : রাজ্যবাসী দের কাছে সুখবর , অনেক চাকরী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে কেননা অঙ্গনওয়াড়ি তে অনেক শুন্যপদে কর্মী নিয়োগ করা নিয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হলো ।
অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ নিয়ে জট কাটলো হাই কোর্টের রায়ে। প্রায় ২৬ বছর পড়ে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ( ICDS Supervisor) নিয়োগ নিয়ে সমস্যার সমাধান ঘটল।
সম্প্রতি এক রায় দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ , এই রায়ে নির্দেশ দিয়েছেন ৫০-৫০ অনুপাতে (ICDS ) কর্মী নিয়োগ করতে।
তাই এইবার ICDS Recruitment WB2025 নিয়োগ শুরু হবে শুন্যপদে খুব তারাতাড়ি। অনেক দিনের অপেক্ষার অবসান ঘটল । এর ফলে চাকরীপ্রার্থীরা কিছুটা হলেও সস্তি পেয়েছেন।
বিতর্ক শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া নিয়ে : ICDS Recruitment WB2025.
অঙ্গনওয়াড়িতে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হয়েছিল ১৯৯৮ সালে এরপর আর কোনো কর্মী নিয়োগ হয়নি। ICDS Recruitment WB2025.
এরপর ২০১৯ সালে প্রায় ৩৪৫০ টি শুন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু সেন্ট্রাল গভমেন্টের ২০১৫ সালের নির্দেশিকা অনুসারে যত গুলো শুন্যপদ তার ৫০% পদ আইসিডিএস (ICDS) কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে , তবে সেই নির্দেশিকা রাজ্য সরকার অমান্য করে।
রাজ্যের বিজ্ঞপ্তি অনুসারে , মাত্র ৪২২ টি শুন্যপদ বরাদ্য করা হয়েছিল আইসিডিএস (ICDS) কর্মীদের আর বাকি পদে পরিকল্পনা করা হয়েছিল সরাসরি নিয়োগের। আর এই পরিকল্পনার বিপক্ষে আদালতের দ্বারস্থ হন একাধিক কর্মী।
আরও পড়ুন- সরকার দেবে ১০০০০ টাকা । ভারত সরকারের নতুন প্রকল্প ।
কেন্দ্রীয় vs রাজ্য সরকার : ICDS Recruitment WB2025.
কেন্দ্রীয় সরকারের ২০১৫ সালের নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে সুপারভাইজার পদের ক্ষেত্রে ৫০% শুন্যপদ পূরণ করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীকে তার বর্তমান পদ থেকে সুপারভাইজার পদে নিয়োগ করা আর বাকি ৫০% শুন্যপদে বাইরের থেকে নিয়োগ করার ।
কিন্তু রাজ্য সরকার এই নিয়ম না মেনে বাইরের থেকে সরাসরি নিয়োগ করার উদ্যোগ নেয় প্রায় ৭৫% সুপারভাইজার পদের জন্য। এতে অঙ্গনওয়াড়িতে কর্মরত কর্মীরা অসন্তোষ প্রকাশ করেন, এই পরিকল্পনা তাদের প্রতি বৈষম্যমূলক মনে করেন কর্মরত কর্মীরা।
আইনি লড়াই : ICDS Recruitment WB2025.
মামলাকারীরা কলকাতা হাই কোর্টে ২০১৯ সালের বিজ্ঞপ্তি কে চ্যালেঞ্জ করে মামলা করে। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় এক রায়ে ২০২৩ সালে ১৯ শে সেপ্টেম্বর নির্দেশ দেন ৫০% শুন্যপদ পূরণ করতে হবে কর্মীদের পদোন্নতি করিয়ে।
রাজ্য সরকার ২০২৩ সালের রায় অগ্র্যাহ্য করে। পরবর্তীতে রাজা শেখর মান্থার বেঞ্চে ২০২৪ সালে মামলাটি ওঠে । কেন্দ্রিয় সরকারের শর্ত অনুযায়ী ৫০% শুন্যপদে কর্মী পদোন্নতি – ৫০% শুন্যপদে বাইরের থেকে নিয়োগ করা বাধ্যতামূলক , মামলাকারীদের আইনজীবীরা মামলাটি তুলে ধরাতে বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ জানান কেন্দ্রিয় সরকারের নির্দেশ ও আগের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের আগের নির্দেশ বহাল রয়েছে। এবং সেই নির্দেশ অনুযায়ী মোট ৩৪৫৮ শুন্যপদের মধ্যে ১৭২৯ টি পদ কর্মরত ICDS কর্মীদের মধ্যে থেকেই পূরণ করতে হবে।
আরও পড়ুন – রাজ্যের মহিলাদের জন্য সুখবর। মমতা সরকার লক্ষ্মী ভান্ডারের টাকা ২০০০ হাজার করতে চলেছে।
নিয়োগ পক্রিয়া : ICDS Recruitment WB2025.
আইনজীবীদের মতে, অনেক দিনের চলা জটিলতার জট কাটিয়ে সুবিচার পেলো ICDS এর কর্মীরা। এখন ১৭২৯ টি শুন্যপদে নিয়োগ সম্পন্ন হবে যদি রাজ্য সরকার যদি এই নির্দেশিকা মেনে দ্রুত পদক্ষেপ নেয়।
এত দিন ধরে চলা সমস্যার সমাধানে অঙ্গনওয়াড়ি কর্মীরা আবার নতুন করে আশার আলো দেখছেন। সম্প্রতি কোর্টের রায়ের ভিত্তিতে রাজ্য সরকার যত তারাতাড়ি নিয়োগ শুরু করবে তাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের এত দিনের দাবি পূর্ণ হবে।
সমস্ত চাকরির ও সরকারী প্রকল্পের খবরের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে।