Lakhir Bhandar New Update 2025: লক্ষ্মীর ভান্ডার হল একটি জনহিতকর প্রকল্প । এই লক্ষ্মীর ভান্ডারের টাকা মার্চ মাস থেকে ঢুকবে না যদি নতুন নিয়ম না মেনে চলেন।
এই প্রকল্পের উপর রাজ্যের অনেক মহিলারা নির্ভর করে থাকে । এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা অর্থ সাহায্য পেয়ে থাকেন। লক্ষ্মীর ভান্ডারের আওতায় সাধারন জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১২০০ টাকা প্রতি মাসে পেয়ে থাকেন ।
জনহিতকর এই প্রকল্পের জন্য রাজ্য সরকার কিছু নিয়ম পরিবর্তন করেছে। এই নতুন নিয়ম না জানলে বন্ধ হয়ে যেতে পারে আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা। নতুন নিয়ম জানতে মন দিয়ে সম্পূর্ণ প্রতিবেদন টি মনোযোগ সহকারে পড়ুন।
পশ্চিমবঙ্গ সরকার নির্দিষ্ট কিছু নিয়ম চালু করেছে সেই নিয়ম গুলি না মানলে ১লা মার্চ ২০২৫ এর পর থেকে বন্ধ হতে পারে আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা। লক্ষ্মীর ভান্ডারের নতুন নিয়ম লাগু করা হবে ১লা এপ্রিল ২০২৫ থেকে ।
আরো পড়ুন – ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ । যে কোনো রাজ্য থেকে আবেদন করা যাবে।
লক্ষ্মীর ভান্ডারের নতুন নিয়ম গুলি হল : Lakhir Bhandar New Update 2025
১) বয়স
লক্ষীর ভান্ডারের (Lakhhir Bhandar) জন্য মহিলাদের বয়স হতে হবে ২৫ বছর থকে ৬০ বছরের মধ্যে, তবেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন । অর্থাৎ উল্লিখিত বয়সের নিচে ও উর্ধে কোনো মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
২) ব্যাংক অ্যাকাউন্ট : Lakhir Bhandar New Update 2025
মনে রাখতে হবে লক্ষীর ভান্ডারের (Lakhhir Bhandar) জন্য আবেদনকারী মহিলার একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট হলে চলবে না ।
৩) কে ওয়াই সি (KYC) : Lakhir Bhandar New Update 2025
আবেদনকারী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক থাকতে হবে অর্থাৎ কে ওয়াই সি (KYC) আপডেট করা থাকতে হবে। লক্ষীর ভান্ডারের (Lakhhir Bhandar) জন্য আবেদনকারী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক যদি না থাকে তাহলে লক্ষীর ভান্ডারের টাকা কখনই ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে।
৪) তথ্য : Lakhir Bhandar New Update 2025
এই জনহিতকর প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার চান লক্ষীর ভান্ডারের (Lakhhir Bhandar) সুবিধাভোগী মহিলাদের তথ্য নতুন করে ভেরিফিকেসান করতে । সেই কারনে প্রকল্পের সুবিধা ভোগ করতে প্রয়োজনীয় ডকুমেন্ট সব সময় আপডেট করে রাখতে হবে।
মনে রাখতে হবে উল্লিখিত নিয়ম গুলি না মেনে চললে আপনার লক্ষীর ভান্ডারের (Lakhhir Bhandar) টাকা বন্ধ হতে পারে ।