Ration Card Update 2025: অভাবী ও দরিদ্র মানুষকে সাহায্য করার লক্ষে এই রেশন ব্যবস্থা ভারত সরকার চালু করেছিল। এখন নতুন নিয়ম চালু হলে লাখ লাখ রেশন কার্ড বাতিল হবে বলে সাধারন মানুষ আশঙ্কায় আছেন।
দেশের অভাবী ও দরিদ্র মানুষের খাদ্য নিরাপ্ততার দিক নিশ্চিত করার জন্য কম মুল্যে বা বিনামুল্যে রেশন সরবরাহ করে থাকে ভারত সরকার। সেই কারনে রেশন কার্ড পেতে কিছু অত্যাবশ্যক শর্ত ও যোগ্যতা রয়েছে যা পালন করতে হবে রেশন কার্ড ব্যবহারকারীকে।
আপনার রেশন কার্ড বাতিল হতে পারে নতুন নিয়ম না জানলে, এই প্রতিবেদনে আলোচনা করা হল নতুন নিয়ম গুলি কি কি।
শর্ত ও যোগ্যতা : Ration Card Update 2025
১) সম্পত্তির পরিমান :
১০০ বর্গমিটারের বেশি জায়গা যেমন প্লট বা বাড়ি্ল কোনও একজন ব্যক্তির নামে থাকলে সেই ব্যক্তিকে রেশন কার্ড দেওয়া যায় না।
২) যানবাহনের বিধি : Ration Card Update 2025
রেশন কার্ড পাওয়া যাবে না যদি কোনো ব্যক্তির চার চাকার গাড়ি ( Four Wheeler) অথবা ট্রাক্টর থাকে।
৩) সরকারী কর্মচারী :
পরিবারের মধ্যে যদি কোনো সদস্য সরকারী কর্মচারী হয়ে থাকেন সেক্ষেত্রে সে ব্যক্তি রেশন কার্ড আবেদন করতে পারবে না
৪) পারিবারিক আয় ( Income) : Ration Card Update 2025
পারিবারিক আয়ের উপর সীমা নিধারন করা হয়েছে রেশন কার্ড আবেদন করার জন্য।
পারিবারিক বার্ষিক আয় দু লক্ষ টাকার কম গ্রামের ক্ষেত্রে এবং পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম সেই পরিবার রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন ।
গ্রামের ক্ষেত্রে যদি কোনো পরিবার ২ লক্ষ টাকার বেশি এবং শহরের ক্ষেত্রে ৩ লক্ষ টাকার বেশি আয় করে থাকে তাহলে সেই পরিবার রেশন কার্ডের আবেদন করতে পারবে না।
৫) ইনকাম ট্যাক্স ও অস্ত্র অনুমোদন : Ration Card Update 2025
ইনকাম ট্যাক্স প্রদানকারী ও অস্ত্র অনুমোদন প্রাপ্ত ব্যক্তি রেশন কার্ড আবেদন করতে পারবেন না ।
রেশন ব্যবস্থা শুরু করার মুল উদেশ্য ভারতবর্ষের সমস্ত দরিদ্র এবং অভাবী মানুষ কে সাহায্য করা কম মূল্যে বা বিনামূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ করে।
সেই কারনে ভারত সরকার নতুন নিয়মে রেশন বন্টনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যাতে সমস্ত দরিদ্র এবং অভাবী জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
আরও পড়ুন – ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ । যে কোনো রাজ্য থেকে আবেদন করা যাবে।
রেশন কার্ড সচল রাখতে কী কী করনীয় : Ration Card Update 2025
- KYC : রেশন কার্ডে (Ration Card ) KYC আপডেট করতে হবে।
- আধার : লিংক রেশন কার্ডে আধার লিংক আপডেট করে রাখতে হবে।
- মাসিক রেশন : রেশন কার্ডে (Ration Card ) প্রতি মাসের খাদ্যদ্রব্য সময় মত সংগ্রহ করতে হবে। তা নাহলে রেশন কার্ড বাতিল হতে পারে।